বাসস
  ২৯ এপ্রিল ২০২৪, ২১:৫১

মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আটক

বেনাপোল, ২৯ এপ্রিল, ২০২৪ (বাসস) : মিথ্যা ঘোষণায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাক থেকে  বিপুল পরিমান চিংড়ি  আটক  করেছেন কাস্টমস কর্মকর্তরা।
আজ সোমবার বিকেলে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষনা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আমদানি করে সরকারের ১৫ লাখ টাকার রাজস্ব ফাকি দেওয়া হচ্ছিল বলে কাস্টমস সুত্র জানায়। পন্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স।   চালানটি খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন।
মাছের চালানটিতে ঘোষনা অনুযায়ী  ৮৭ কার্টুনে  নীট ৫ হাজার ১৭ কেজি মাছ থাকার কথা ।  কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ ঘোষনার চেয়ে অতিরিক্ত ১১ কার্টুনে ৪৭০ কেজি চিংড়ি আটক করে। এর মাধ্যমে  ১৫ লাখ টাকার রাজস্ব ফাকি দেওয়া হয়েছে।  
বেনাপোল কাস্টমস কমিশনার মো. আব্দুল হাকিম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশী করে ঘোষনা অতিরিক্ত ১১ কার্টুনে ৪৭০ কেজি বড় চিংড়ি মাছ আটক করা হয়। সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়