শিরোনাম

খুলনা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘তথ্য যাচাই ও ডিজিটাল যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কেইউজেএসএ) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রিজিওনাল মিডিয়া সাপোর্ট ফান্ডের সহায়তায় আজ বুধবার এ কর্মশালার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরির সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, সাংবাদিকতা একটি মহৎ এবং দায়িত্বশীল পেশা; যেখানে নীতিশাস্ত্র এবং সত্যবাদিতা সর্বোচ্চ মান হিসেবে থাকা উচিত।
তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি করলেও, এটি ভুল তথ্য এবং বিভ্রান্তির ঝুঁকিও বৃদ্ধি করেছে। এই প্রেক্ষাপটে তথ্য যাচাই সাংবাদিকদের জন্য অপরিহার্য কর্তব্য।
তিনি আরো বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা ভবিষ্যতের পেশাদার সাংবাদিকদের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতা জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে, তাদেরকে দায়িত্বশীল, সত্যবাদী এবং সামাজিকভাবে সচেতন পেশাদার হিসেবে প্রস্তুত করে।
ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি ভুল তথ্য এবং বিভ্রান্তির ক্রমবর্ধমান বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরো দায়িত্বশীলতা এবং সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান।
আরেক বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা শৃঙ্খলার সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল ভেরিফিকেশনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ডিসেন্টের ডিজিটাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার হাসান আল মঞ্জুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রামিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।