শিরোনাম

খুলনা, ১৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।
আগামীকাল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে ১১০৯টি আসনের বিপরীতে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। খুলনা ছাড়াও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়েছে, প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন।
অপরদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী।
পরের দিন ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বেলা ১১.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।
এদিন বিকেল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী।
খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুল আহসান শুভ বাসসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনসিসি সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
তিনি বলেন, এবার দ্বিতীয়বারের মতো খুলনার বাইরের কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। তবে চট্টগ্রাম কেন্দ্র নতুন করে যুক্ত করা হয়েছে। সকল কেন্দ্রেই প্রশ্ন পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে একটি কমিটিও সার্বিক বিষয় নজরদারি করছে। সব মিলিয়ে এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর হবে বলে আশা করছেন তিনি।