শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৩৯.১০ শতাংশ।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, ‘ডি’ ইউনিটের পরীক্ষায় এবার মোট ২২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৮ হাজার ২৩৭ জন ছাত্র এবং ১৪ হাজার ৪৩৪ জন ছাত্রী।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল এবং তারা ভালো ফলাফলও করেছে।
তিনি আরও বলেন, ‘মোট ৩৩ হাজার ৪৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রীদের পাসের হার ৪৩.১০ শতাংশ।’
অন্যদিকে, ২৪ হাজার ৪৯১ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৮ হাজার ২৩৭ জন উত্তীর্ণ হয়। ছাত্রদের পাসের হার ৩৩.৬৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয় ভর্তি অফিস জানায়, ‘ডি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩১০টি। ছাত্র ও ছাত্রীদের জন্য সমানভাবে ১৫৫টি করে আসন বরাদ্দ রয়েছে। এবারের পরীক্ষায় সব মিলিয়ে ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (ju-admission.org) থেকে জানা যাবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ২১ ডিসেম্বর শুরু হয়। চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।