বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:২২

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত 

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ আজ সব প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিত করেছে। 

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা আজকের জন্য স্থগিত থাকবে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সেইসঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে।