শিরোনাম

নীলফামারী, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মেধাবী শিক্ষার্থী মো. শাহারিয়া ফাহিমকে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পক্ষে ৫০ হাজার টাকার এ চেক প্রদান করা হয়।
মো. শাহারিয়া ফাহিম ওই প্রতিষ্ঠানের (সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ) দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রোবটিক্স বিষয়ে উদ্ভাবনে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ফাহিম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মো. দুলাল হোসেন ও মোছা. ফরিদা বেগম দম্পত্তির একমাত্র ছেলে। বাবা দুলাল হোসেন দিনাজপুরের বিরামপুর পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা। ছেলের লেখাপড়ার সুবাদে তারা বসবাস করেন সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ায়।
লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, উপাধ্যক্ষ (স্কুল) আহমেদ আলী, প্রভাষক মো. মহসিন আলী শাহ্, সহকারী শিক্ষক এইচ এম ইমরান প্রমুখ।
লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান বলেন, ‘আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় ফাহিম তার উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। ফাহিমের এই অর্জনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সহপাঠিরা ধন্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার সফলতা কামনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়’।