বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১১

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী জেলায় ট্রাকচাপায় মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  ছবি : বাসস

নীলফামারী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ট্রাকচাপায় মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে নীলফামারী-নীলসাগর সড়কে জেলা সদরের হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের চত্রছাল গ্রামের আব্দুস সালামের ছেলে।

এলাকাবাসী জানায়, মারুফ জেলা শহরে জজ আদালত চত্বরে হোটেল ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে হাজিগঞ্জ বাজারে ট্রাকের সঙ্গে মুখোমুাখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মারুফ। বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাটত ট্রাকটি জব্দ করা হয়েছে।