শিরোনাম

নীলফামারী, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর খালের ডানতীরের বাঁধ ভেঙে আনুমানিক ৫০ একর জমির ফসল নষ্ট হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর খালে আজ সোমবার সকালের দিকে পানি স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে বৃদ্ধি পায়। এতে করে ডান তীরের ১৮ মিটারের অধিক বাঁধ ভেঙে পানি প্রবল গতিতে ফসলি জমিতে প্রবেশ করে। খালের ডানতীতে অস্বাভাবিক পানি প্রবেশ করায় ওই পানি নিঃস্কাশনের আউলেট (ড্রেন) দিয়ে বাম তীরের ফসলি জমিও পানিতে নিমজ্জিত হয়। এতে করে সেচ খালের উভয় পার্শ্বে মাঠে থাকা আলু, সরিষা, মিষ্টি কুমড়া, ভুট্টা, বোরো বীজতলাসহ জমির ফসল নষ্ট হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুর রহমান বলেন, ‘আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। এখন জমিতে আলু, ভুট্টা, মিষ্টি কুমড়া, বোরো বীজতলাসহ অন্যান্য ফসল ছিল। এর মধ্যে আলু তোলার সময় হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণে কাজ চলছে’। এ ঘটনায় আনুমানিক ৫০ একর জমির ফসল নষ্ট হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, ‘আমরা পরীক্ষামূলক সেচ খালে পানি ছেড়েছি। সেচ খালে কৃষকদের চোরাই পাইপ অথবা ইঁদুরের গর্ত থেকে বাঁধের প্রায় ১৮ মিটার বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধটি শিগগিরই মেরামতের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও আমরা চেষ্টা করছি’।