শিরোনাম

নীলফামারী, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে জেলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য দপ্তর সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার, সজীব রায় প্রমুখ।
সভায় প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তরুণরাই বাংলাদেশকে নতুন পথ দেখিয়েছে। তরুণরাই পারে সবকিছু বদলে দিতে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান নতুনভাবে পথচলার স্বপ্ন দেখিয়েছে।