শিরোনাম

দিনাজপুর, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজপাড়া কৈকুড়ি ব্রাক অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আজিজুল ইসলাম (৫৬) উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুরহাট বৈরবাড়ীর দেবারু মোহাম্মদের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বীরগঞ্জ থেকে গোলাগঞ্জের দিকে দ্রতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে যাত্রীরা গরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোতারেমা ফাতেমা জানান, দুর্ঘটনার পর মোট ৮ আহত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাতিজা ফিরেজুল ইসলাম জানান, আজিজুল ইসলাম দুপুর ১২টায় আনসার ভিডিপির প্রশিক্ষণ নিতে ইজিবাইকে করে বীরগঞ্জ উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথে কৈকুড়ি এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।