বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২০:০০

বেগম খালেদা জিয়া ছিলেন কিংবদন্তিতুল্য নেত্রী : এ এম এম বাহাউদ্দীন

ছবি: বাসস

যশোর, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন কিংবদন্তিতুল্য নেত্রী। 

তাঁর দূরদৃষ্টিতে বাংলাদেশ এগিয়ে গেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাঁর (বেগম খালেদা জিয়ার) দেখানো পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

‘মাদ্রাসা শিক্ষা উন্নয়নে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বাহাউদ্দীন এসব কথা বলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের একটি হোটেলে জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার নানা অবদানের কথা বলতে গিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ এম এম বাহাউদ্দীন আরও বলেন, দেশের প্রধান রফতানি খাত পোশাক শিল্পের প্রসারে বেগম খালেদা জিয়া বিশেষ গুরুত্বারোপ করেছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন পোশাক খাতের জন্য শালীন পোশাক পরে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে দেশের বিশাল নারী জনগোষ্ঠীকে তিনি দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করেন।

এ এম এম বাহাউদ্দীন বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানোর জন্যও প্রথম ভূমিকা রাখেন বেগম খালেদা জিয়া। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন।

প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই মাদ্রাসা শিক্ষার ফাজিল ও কামিল পর্যায়কে ডিগ্রি ও মাস্টার্সের সমমান দেওয়া হয়, যা এ দেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ।

জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মুহাম্মদ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।