বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : বাসস

খুলনা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুষ্ঠ রোগ সংক্রামক নয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনায় বক্তারা এ কথা বলেছেন।

আজ রোববার খুলনা সিভিল সার্জন অফিসের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। 

এ বছরের দিবসটি পালনের প্রতিপাদ্য ছিল— ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কলঙ্কই আসল বাধা’।

আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগের লক্ষণ শনাক্ত হলে রোগীদের অবিলম্বেই নিকটস্থ হাসপাতালে নেওয়া উচিত। এ রোগ সম্পর্কে সামাজিক ভুল ধারণা দূর করা গেলে, ২০৩৫ সালের মধ্যে দেশে এই রোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সভায় বক্তব্য রাখেন— সাবেক যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, এনজিও পিনোনের প্রকল্প ও চিকিৎসা পরিচালক সিস্টার ডা. রবার্টা সিএসএস, আভা সেন্টারের ব্যবস্থাপক মো. মহসিনউদ্দিন, পিকেএসএফ প্রতিনিধি ফেরদৌস কবির ও মো. আখতার হোসেন প্রমুখ। কুষ্ঠ রোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা সিভিল সার্জন অফিস এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন স্তরের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন।