বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২০:২৬

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

খুলনা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘প্রাকটিক্যাল ইউজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
ড. হারুনর রশীদ খান বলেন, প্রযুক্তিতে যে দেশ এগিয়ে, তারাই সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে উন্নত। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এআইতে দক্ষতা অর্জন করতে পারবে না, ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে শেখার আগ্রহ থাকতে হবে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, প্রাত্যহিক জীবনেও এআইয়ের প্রভাব ক্রমেই বাড়ছে এবং প্রতিদিনই আমাদের নতুন কিছু শেখার সুযোগ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।

তিনি বলেন, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে এআইকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এআই যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এর কিছু ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। সেসব বিষয়ে সচেতন থাকতে হবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে এআই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-নাহিদ।

দুই ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।