বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৮:২১

বান্দরবানে তিনটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বান্দরবান, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার আলীকদম উপজেলায় আজ অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে মোট নয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার সকালে আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনের কাঠ অবাধে পোড়ানো হচ্ছিল এবং ইট তৈরির জন্য নির্বিচারে পাহাড় কাটা হচ্ছিল- এমন অভিযোগের ভিত্তিতে বৈধ অনুমোদনহীন আলীকদম উপজেলার চারা বটতল এলাকায় এবিএম, দক্ষিণ-পূর্ব পালং পাড়া এলাকায় এফবিএম এবং আমতলী এলাকায় ইউবিএম নামে তিনটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে পরিবেশ ধ্বংসের দায়ে তিনটি ইটভাটার মালিককে পৃথকভাবে তিনলাখ টাকা করে মোট নয়লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইট পোড়ানোর উদ্দেশ্যে মজুদ প্রায় সাতহাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।