শিরোনাম

বান্দরবান, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বান্দরবানে বসবাসরত অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষকে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন, খাদ্যশস্য, শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়।
আজ সোমবার সকালে বান্দরবান সেনানিবাসের মাঠে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কর্মকর্তা জিএসও ২ মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সামিউলসহ অন্যরা।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এ সময় শীতবস্ত্র হিসেবে কম্বল, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণে টেউটিন, মাদ্রাসা ও এতিমখানার জন্য কার্পেট এবং অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।