শিরোনাম

মাগুরা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান সংক্রান্ত মাগুরা জেলা মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
সভায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন করে জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
সভায় সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও সঠিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসইভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা মূল্যায়ন কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।