বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৫০

মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভা 

ছবি : বাসস

মাগুরা, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খালেদ মোহাম্মদ জাকি। 

মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইয়ারুল ইসলাম।

এ সময় মাগুরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তারা জানান, ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে লিফলেট ও পোস্টার বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মাঠপর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া গণভোট চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।