শিরোনাম

মাগুরা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাগুরায় পালিত হলো ঐতিহাসিক আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস।
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।সভায় মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের অবদান, মাগুরার মুক্ত হওয়ার ইতিহাস এবং তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দিবসটি ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, শান্তি ও দেশের অগ্রগতি কামনা করা হয়।