শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের অধীনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন -এর উদ্যোগে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসার সভাপতিত্বে এ সমন্বয় সভায় উচ্চ রক্তচাপ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের ও চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার উস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্রে সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।
সভায় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, রাঙ্গামাটি জেলাব্যাপী বাস্তবায়নাধীন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিভি কর্ণারে এ পর্যন্ত প্রায় দুইহাজার উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী এবং প্রায় একহাজার জন ডায়বেটিস এ আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছেন। এ সকল রোগী নিয়মিত হাসপাতালে এনসিভি কর্ণার থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিসের ওষুধ গ্রহণ করছেন।