বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

খাগড়াছড়িতে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা 

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার মাটিরাঙ্গা উপজেলায় আজ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ‘এ-৫৫’ নামের ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার মাটিরাঙ্গা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইটভাটায় ইট প্রস্তুতসহ সকল কার্যক্রম চালু রাখার দায়ে মাটিরাঙ্গা পৌর এলাকায় ‘এ-৫৫’ নামের ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা অনুসারে একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য ইটভাটার মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।