বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

মুন্সীগঞ্জে গণভোট নিয়ে সচেতনতামূলক সভা

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ আসন্ন গনভোট বিষয়ক শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহন করেন।  

এ সভায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফিদ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন

সচেতনতামূলক সভায় ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬টি এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।