বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

নেত্রকোণায় পচা মাংস মজুদের দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বাসস

নেত্রকোণা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পচা মাংস মজুদ ও ভেজাল খাবার বিক্রির দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোণা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদপ্তর।

এ সময় ফ্রিজে পচা বাসি মাংস মজুদ, বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মোট নয়টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দ করা হয় ৬০ থেকে ৭০ কেজি পচা গরুর মাংস।

একই সময় পৌর শহরের মোক্তারপাড়া এলাকা লাইসেন্স বিহীন ও ভেজাল রংমিশ্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরও এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক রিনা বেগম জানান, মূল্য তালিকা, ভেজাল খাদ্য বিক্রয়সহ ফ্রিজে পচা ও বাসি গরুর মাংস বিক্রির দায়ে নয়টি প্রতিষ্ঠানসহ সর্বমোট দশটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।