বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

শরীয়তপুরে ৫০ জন উপকারভোগীর মধ্যে ভেড়া বিতরণ

ছবি: বাসস

শরীয়তপুর, ১ জানুয়ারী ২০২৬ (বাসস): জেলার ডামুড্যা উপজেলায় ৫০ জন উপকারভোগীর মধ্যে ১শ ৫০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

ডামুড্যা উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারী হাসপাতালের ব্যবস্থাপনায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৫০ জন উপকারভোগীর মধ্যে এসব ভেড়া বিতরণ করা হয়।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারী হাসপাতালের সামনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ডিএলও) ডা. আবু বক্কর সিদ্দিক, ডামুড্ডা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন আইয়ুবী, প্রকল্প পরিচালক (পিডি) ডা. আব্দুর রহিম ও ভেটেনারী সার্জন ডা. মো. কামরুজ্জামান।