শিরোনাম

শরীয়তপুর, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,ডা.তমাল কুমার দাস। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণি সম্পদের বিভিন্ন খামারী ও সাংবাদিকরা এতে অংশ নেয়।
এছাড়া জেলা সদর উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদের এক মেলার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াতে খামারীদের অনুরোধ করেন এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না দেয়া বা অধিক মুনাফার জন্য হরমন না খাওয়ানোর পরামর্শ দেন।