বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

শরীয়তপুর পৌর এলাকার খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ছবি: বাসস

শরীয়তপুর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): শরীয়তপুর পৌরসভার প্রধান প্রধান ১৭টি খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল ১১টায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় শরীয়তপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান শুরু হয়েছে। 

শরীয়তপুর আংগারিয়া সরকারি খাদ্য গুদাম থেকে কীর্তিনাশা নদী পর্যন্ত খাল ও আংগারিয়া বড়ব্রিজ থেকে মনোহর বাজার খাল পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

এর পূর্বে শরীয়তপুরের পাকার মাথা থেকে সার্কিট হাউজ ও ডাকবাংলা থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিষ্কার করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌর প্রশাসক উপসচিব মো. ওয়াহিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, সহকারী ভূমি কর্মকর্তা নাফিস এলাহীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ কর্মসূচির আওতায় জেলা শহরের ১৭টি খাল পরিষ্কার করা হবে। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে।