বাসস
  ২৫ নভেম্বর ২০২৫, ১৬:২২
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা

মঙ্গলবার শরীয়তপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

শরীয়তপুর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে শরীয়তপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়া সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমসরুল হাসান ও ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

সভায় সাংবাদিক, কিশোর কিশোরী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, মসজিদের ঈমামগণ অংশ নেন। পুলিশ সুপার তার বক্তব্যে আগামী দিনের উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম তার বক্তব্যে বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক, স্বচ্ছ, জবাবদিহিমূলক সুশাসিত স্বদেশ নির্মাণে তরুণরা অতন্দ্র প্রহরীর মত দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন।