শিরোনাম

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। আটককৃত ডাকাত রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল ২৮ জানুয়ারি বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার হতে তাকে আটক করা হয়।
তার দেয়া তথ্য অনুযায়ী আজ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে দুইটি একনলা বন্দুক এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদেও বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।