বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

রংপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৬ জন গ্রেপ্তার

রংপুর, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর জেলা পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট, ফেজ-টু এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনোর পরিকল্পনার অভিযোগ রয়েছে।

গতকাল রোববার অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গংগাচড়া থানায় গ্রেপ্তার মো. আব্দুর রাজ্জাক (৪১) কালকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তারাগঞ্জ থানায় গ্রেপ্তার মো. আরিফুজ্জামান রাকিব (২৭) উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মিঠাপুকুর থানায় গ্রেপ্তার সোহাগ মিয়া (৪০) ১০ নম্বর বালুয়া মাশিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে হত্যা ও মারধরসহ একাধিক মামলা রয়েছে। পীরগঞ্জ থানায় গ্রেপ্তার মাহুবার রহমান মুকুল (৫০) ১৫ নম্বর কাদিলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পীরগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পীরগাছা থানায় গ্রেপ্তার রাজু মিয়া (২৮) ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। কাউনিয়া থানায় গ্রেপ্তার নাজির হোসেন (২৮) ৫ নম্বর বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। 

কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকেই আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ডেভিল হান্ট, ফেজ-টু অভিযানের অংশ হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।