শিরোনাম

সিলেট, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ২১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল আহম্মদ (২৮) গ্রামের ছরকুম আলীর ছেলে।
তথ্য নিশ্চি করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক। তিনি জানান, তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল সন্ধ্যায় পশ্চিম মাদারখাল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় দুলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আবদুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার দুলাল আহম্মদকে আদালতে সোপর্দ করা হয়েছে।