বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৪

সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

ছবি: বাসস

সিলেট, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সিলেটে সেমিনার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার নগরের বিমানবন্দর সড়কের বড়শালায় একটি হোটেলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা) সৈয়দ মুসফিকুর রহমান। সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুসফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আদায়েই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রীসেবা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব ব্যবস্থায় কাস্টমস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের মোট রাজস্ব আয়ের একটি বড় অংশ কাস্টমসের মাধ্যমে সংগৃহীত হয়, যা জাতীয় বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা রাখে। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম নিয়ন্ত্রণ, অবৈধ পণ্য, ভেজাল ও নকল সামগ্রী এবং মাদকদ্রব্য প্রতিরোধের মাধ্যমে কাস্টমস জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে। 

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনার ফলে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে খন্দকার নাজমুল হক আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সঠিক পণ্য ঘোষণার আহ্বান জানান। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মহসিন উদ্দিন এবং কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উপ-কমিশনার সম্প্রীতি প্রামাণিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাত।