শিরোনাম

সুনামগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দোয়া মাহফিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা এনসিপি। দুপুরে জুমার নামায শেষে জেলা এনসিপির আয়োজনে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব ফয়ছল আহমদ, যুগ্ম-আহবায়ক ইসহাক আমিনি, শাহানুর আলম, এলডিপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, দোয়ারাবাজার উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা ছাত্র শক্তির আহবায়ক উসমান গনি প্রমুখ।
এর আগে, জুমার নামাজ শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার সকল মসজিদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছেন মুসল্লীরা। সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মফিজুর রহমান।