বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩

কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না : মনিরুল হক চৌধুরী

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার সদর উপজেলার আড়াইওরা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলার আড়াইওরা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দেশ যখন গভীর সংকটে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের পথে নিয়ে যায়। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া যেকোনো দেশ সঠিক পথে চলতে পারে না।

এসময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, এ উপমহাদেশে এমন আপসহীন নেত্রী বিরল। তিনি আজ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশের এই সংকটকালে নেত্রীর সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আপনারা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য মাহবুব আলম চপল, হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।