বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

সাতক্ষীরায় মুন্ডা নারীদের সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিষয়ক সভা

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুন্ডা সম্প্রদায়ের জলবায়ু সহনশীলতা জোরদার ও নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় মুন্ডা সম্প্রদায়ের জলবায়ু সহনশীলতা জোরদার ও নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে আজ বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপ-পরিচালক ড. মো. তারিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আসিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার প্রমুখ।

কমিউনিটি চেষ্ট অব কোরিয়ার অর্থায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় “ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি” প্রকল্পের জেলা পর্যায়ের এ প্রকল্প সমাপনী ও লানিং শেয়ারিং সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার ও জেলা ইনচার্জ মো. শরিফুল ইসলাম। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী মে. কবির আলম। 

এসময় উপস্থিত ছিলেন, উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যরা। সভায় জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী নেতৃত্বের উন্নয়ন, আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতাসহ মুন্ডা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নর কথা তুলে ধরেন নারীরা। 

প্রকল্পটি শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বসবাসরত সকল মুন্ডা সম্প্রদায়ের জন্য দীর্ঘ মেয়াদি কার্যক্রম গ্রহণ করার জন্য ব্রেকিং দ্য সাইলেন্স এবং দাতা সংস্থা অক্সফ্যামের কাছে সুপারিশ করা হয়।