শিরোনাম

ফেনী,১৮ ডিসেম্বর, ২০২৫(বাসস) : আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলায় প্রবাস মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে শহরতলীর কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক যৌথভাবে এ মেলার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফতিমা সুলতানা প্রধান অতিথি থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। জেলা ম্যানেজার কাজী সুমাইয়া আক্তার সাফার পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দিদার মিয়া। বক্তব্য রাখেন প্রত্যাগত অভিবাসী মো. আবু ইউসুফ।
এছাড়া প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো. জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাজেদা আক্তার শিফা, মো. শারাফাত আমিন, জাহিদ হাসানকে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী উম্মে আয়েশা নুর তাসমিয়া, মেহেদী হাসান মাসুককে সহায়তা চেক প্রদান করা হয়।
ফতিমা সুলতানা বলেন, জেলার প্রায় ৮শতাংশ লোক প্রবাসে থাকেন। মেকানিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়া প্রয়েজন। অনেকে প্রশিক্ষণ ছাড়াই ফ্রি ভিসায় বিদেশ যাচ্ছে। দক্ষতার বিকল্প নেই। ওয়েল্ডিং, প্লাম্বিং, ড্রাইভিং সহ বিভিন্ন বিষয়ে দক্ষ হলে ভালো করার সুযোগ রয়েছে। এছাড়া হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকে টাকা পাঠাতে উৎসাহিত করেন তিনি।