বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার  সোনাগাজী উপজেলার ডাকবাংলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাদশা ফয়সাল (৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮ টায় ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল মোতালেবের ছেলে। ফয়সাল একটি বীমা কোম্পানিতে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদশা ফয়সাল মোটরসাইকেল যোগে বাড়ী থেকে ফেনী যাওয়ার পথে ডাকবাংলা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত নামা একটি গাড়ী তার মোটরসাইকেল কে ধাক্কা দেয়।

এতে ফয়সাল রাস্তায় ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ফয়সালকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।