বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

ফেনীতে রান ফেস্ট অনুষ্ঠিত

আজ শুক্রবার সকালে রান ফেস্ট প্রতিযোগিতায় প্রতি ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। ছবি : বাসস

ফেনী, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলা রান ক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকালে রান ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে ফেনী ও আশপাশের ৮ জেলার ২ শ ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতি ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

আয়োজক সূত্র জানায়,প্রতিযোগিতায় ৫ কিলোমিটার দৌঁড়ের জন্য ১ শ ৫০ জন ও ১০ কিলোমিটার দৌঁড়ের জন্য ১ শ জন অংশগ্রহণ করেন। এরমধ্যে নারী প্রতিযোগীও অংশগ্রহণ করেন। এদের থেকে প্রতি ক্যাটাগরিতে প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণীতে অতিথির বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ,আল্টা মেরাথনার নাসির পলাশ ও ওমর ফারুক।

সমাপনী বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ইমন উল হক ইমন ও সূচনা বক্তব্য রাখেন আয়োজক সাইফুল ইসলাম রাজু।

ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ বলেন,‘এসব দৌঁড় প্রতিযোগিতার জন্য এত বেশি আগ্রহী ছেলে আমাদের মধ্যে আছে, তা আমাদের জন্য প্রেরণাদায়ক। অংশগ্রহণ করাটাই বড় কথা, জয় বড় কথা না। অংশগ্রহণ করতে করতে জয় আসবে। তোমাদের এসবে সক্রিয় থাকতে হবে।’

ইমন উল হক ইমন বলেন, ‘ছেলেদের মোবাইল থেকে দূরে রাখতে,শারীরিক সুস্থতা ঠিক রাখতে আমরা এ আয়োজন করেছি। আমরা প্রথম এ আয়োজন করেছি। আগামীতে আরো করবো।’