শিরোনাম

নেত্রকোনা, ১৮ ডিসেম্বর,২০২৫(বাসস):‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ ’ এই প্রতিপাদ্যে জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান অংশগ্রহণ করেন।
পরে বেলা ১১ টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয়ে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
মেলা উদ্বোধন শেষে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মো. ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
এসময় জেলা কর্মসংস্হান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়গুলোর উপর বড় পর্দায় স্লাইড প্রেজেন্টেশন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, রুপালী ব্যাংকের এ জি এম মো. আনোয়ার হোসেন, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার মো. ফরহাদ হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মেহেদী হাসান, মদন অগ্রণী বাংকের ব্যবস্থাপক মো. ফুল মিয়া, টিটিসির ইন্সট্রাক্টর শাকিল মোস্তফা, লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুম ও মালয়েশিয়া প্রবাসী রাতুল খান রাজু প্রমুখ।
আলোচনা সভায় বিদেশগামী প্রত্যেককে যে কোন একটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন,ভাষা শিক্ষা, বৈধপথে বিদেশ গমন ও বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, হুন্ডির ক্ষতিকর দিক,প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাস জীবনে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে জেলায় সর্বো”্চ রেমিট্যান্স প্রদানকারী ব্যক্তি ও ব্যাংককে সম্মাননা স্মারক এবং বিদেশগামী কর্মীদের হাতে ঋণের চেক বিতরন করা হয়।