শিরোনাম

ফেনী, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে আজ শনিবার দুপুরে ‘সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন, হাঙ্গার প্রজেক্টের এআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহাদাত উল্যাহর সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী সৈয়দ আশ্রাফুল হক আরমানের পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন, ইসলাম ধর্মের প্রতিনিধি কুঠিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল করিম, হিন্দুধর্মীয় প্রতিনিধি নারায়ন চন্দ্র চক্রবর্তী, খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধি সুবির সরকার দিলু, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি স্মৃতি রত্ম ভিক্ষু, পিস এম্বাসেডর নেটওয়ার্ক এর জয়েন্ট কো-অর্ডিনেটর নাজনিন আক্তার নিপা, কামরুল হাসান লিটন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর পরশুরাম উপজেলার পিস এম্বাসেডর জোহরা আক্তার রুমা। ঘোষণাপত্র পাঠ করেন পিএফজি ফেনী সদর উপজেলার সদস্য জান্নাতুল ফেরদৌস মিতা।
উম্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা হাফেজ পরিষদ সভাপতি হাফেজ জাকির হোসেন মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, ব্যবসায়ী ও সমাজকর্মী আ.ন.ম আবদুর রহীম, পুরোহিত বিজয় চক্রবর্তী, এডভোকেট আবদুল ওয়াদুদ শাহী, এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা বলেন, “বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। পাশপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ধর্মসহ সকল ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। একে অপরের প্রতি সহমর্মিতা রয়েছে। আমাদের সহমর্মিতা ও সৌহার্দের পরিবর্তন হয়নি। বৈচিত্রপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশে এসবের স্থান নেই।”