শিরোনাম

খাগড়াছড়ি, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। তিনি জেলা বিএনপির সভাপতি। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে গত সোমবার বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।
উল্লেখ্য, ওয়াদুদ ভূঁইয়া ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সময়ে সংসদীয় স্থায়ী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।