বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

রোববার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির উদ্যোগে আজ বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছেন। 

তিনি বলেন, একটি জাতিকে পঙ্গু করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার মেধাকে ধ্বংস করা। সেই উপলব্ধি থেকেই পরিকল্পিতভাবে জহির রায়হান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবাদিকসহ অসংখ্য মেধাবী মানুষকে ধরে ধরে হত্যা করা হয়েছিল। 

হাজী ইয়াছিন আরও বলেন, গত ১৭ বছরে এ জাতির ওপর চালানো হয়েছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, হামলা ও দুর্নীতি। আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো —১৭ বছরের ক্ষত মুছে দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালনা করা। 

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, মহানগর বিএনপির সাবেক সদস্য মনির হোসেন পারভেজ, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।