শিরোনাম

সাতক্ষীরা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে, জেলার তালা, কলারোয়া, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জসহ জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।