শিরোনাম

নেত্রকোণায়, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণায় কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি করায় ৪টি ইটভাটাকে জরিমানা করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
এ সময় মোবাইল কোর্ট বসিয়ে কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অপরাধে মেসার্স সানি ব্রিকস, মেসার্স টি আই বি ব্রিকস, মেসার্স এ এন ব্রিকস এবং মেসার্স এ এস টি ব্রিক ফিল্ড নামক চারটি ইটভাটাকে মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন এবং পরিদর্শক মাহবুবুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দুয়া থানা পুলিশের একটি টিম এবং উপস্থিত ছিলেন কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ।
পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত এবং কৃষি জমির মাটি ব্যবহার করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মতিন।