বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

শেরপুরে জেল পলাতক কয়েদি গ্রেপ্তার

ছবি : বাসস

শেরপুর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুর জেলা কারাগার থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি আমির হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব ১৪ এর সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

গ্রেপ্তারকৃত আমির হোসেন নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাব জানায়, শেরপুরের স্পেশাল ট্রাইবুনাল মামলা নং-১৪/২২ এর সাজাপ্রাপ্ত আসামি  আমির হোসেন জেলা কারাগার থেকে পলাতক ছিল। এদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নালিতাবাড়ী উপজেলায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় আমির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক জানান, গ্রেপ্তারকৃত কয়েদিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান