বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯

মাগুরায় শস্য গুদাম ঋণ কার্যক্রম আধুনিকীকরণে কর্মশালা

জেলায় শনিবার ‘শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প’র আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয় । ছবি : বাসস

মাগুরা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদাম ঋণ কার্যক্রমকে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের লক্ষ্যে “শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প”-এর আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় মাগুরা- ঝিনাইদহ সড়কে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তরের আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয়, মাগুরা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের- এর সভাপতিত্বে এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সফি উল্যাহ মজুমদার। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের (ডিভিশন-২) অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন।

কর্মশালায় মাগুরা, যশোর, খুলনা, দিনাজপুর ও পঞ্চগড় জেলার কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় শস্য গুদামভিত্তিক ঋণ প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, বাস্তবায়ন পদ্ধতি ও ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, কৃষকেরা তাদের উৎপাদিত শস্য আধুনিক গুদামে সংরক্ষণ করে সহজ প্রক্রিয়ায় স্বল্প সুদে ঋণ নিতে পারবেন। এতে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে এবং বাজারে ফসল বিক্রির উপযুক্ত সময় নির্ধারণে স্বাধীনতা মিলবে।

দিনব্যাপী কর্মশালায় শস্য গুদাম ঋণ ব্যবস্থাকে আরও কার্যকর করা ও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।