শিরোনাম

মনসুর আহম্মেদ
রাঙ্গামাটি, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ, যুবক এখন কৃষি উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছেন। তাদের মধ্যে যারা লেগে থাকছেন অনেকেই সফল হচ্ছেন। তাদেরই একজন রাঙ্গামাটির কাপ্তাইয়ের কৃষক জয়নাল আবেদীন। তিনি এবার নিজস্ব কৃষি জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে সফল হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় ভুট্টা চাষ করেন তিনি। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেশম বাগান ব্লকের বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় ৩৩ শতক কৃষি জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে কৃষক জয়নাল আবেদীন এ সফলতা অর্জন করেন।
এ বিষয়ে কৃষক জয়নাল আবেদীন বাসসকে বলেন, চলতি বছরের বোরো মৌসুমে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ, সার সংগ্রহ করি। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে আমার নিজস্ব ৩৩ শতক কৃষি জমিতে ভুট্টার চাষ শুরু করি। একই জমিতে সাথী ফসল হিসেবে লালশাক, ফরাস শিম ও টমেটোর চাষ করেছি।
তিনি বলেন, বর্তমানে আমার জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে বিক্রি করতে পারবো। প্রতি পিস ভুট্টা ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি করা হয়।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব বাসসকে জানান, রেশমবাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় কৃষক জয়নাল আবেদীন আমাদের পরামর্শে হাইব্রিড জাতের ভুট্টা চাষ শুরু করে সফল হয়েছেন। আমরা তার বাগানটি পরিদর্শন করে সব ধরনের সহায়তা দিচ্ছি।
তিনি বলেন, পাহাড়ে ভুট্টা চাষ কম হলেও রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় ৪টি ভুট্টা প্রদর্শনীর মধ্যে একটি কৃষক জয়নাল আবেদীনকে দিয়েছিলাম। ভুট্টা চাষে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। ভুট্টা প্রদর্শনীর বর্তমান অবস্থা ভালো হওয়ায়, আশা করছি তিনি ভালো ফলন পাবেন।
জয়নাল আবেদীনের বাগান দেখে আরও অনেকেই এ ধরনের বাগান করতে আগ্রহী হয়ে উঠছে বলে জানান তিনি।