বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০০

নির্বাচিত হলে পাহাড়ের প্রথাগত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হবে : দীপেন দেওয়ান

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, নির্বাচিত হলে পাহাড়ের প্রথাগত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। 

দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক এ সম্পাদক বলেন, আমি পার্বত্য রাঙ্গামাটির সন্তান। আপনাদের রীতিনীতি আমারও রীতিনীতি। আপনাদের প্রথাগত এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার বিস্তার জ্ঞান রয়েছে। আপনাদের সমস্যাগুলো শুনলাম, এগুলো সমাধান করা জরুরি। পার্বত্য জেলাগুলোতে সামাজিক বিচার ব্যবস্থায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বিএনপি গুরুত্ব সহকারে দেখবে।

আজ বুধবার সকালে জেলার পর্যটন হলিডে কমপ্লেক্সের হল রুমে হেডম্যান ও কার্বারিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এসব কথা বলেন।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা প্রমুখ।

সভায় পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা হেডম্যান ও কার্বারিরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।