বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

টাঙ্গাইল, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বয়ক সাইদুল ইসলাম।

আলোচনা সভা শেষে মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।