বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

সুনামগঞ্জে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,  সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার আলোচনা সভা, পুরস্কার ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সুনামগঞ্জ শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা: মো. তানজিল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।

এছাড়া বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা স্টেয়ারিং কমিটির সদস্য  সুবিমল চক্রবর্তী চন্দন, মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, অন্ধকল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক, প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরী। সভায় কোরআন তেলাওয়াত করেন ফিজিওথেরাপিস্ট মো আরিফুল ইসলাম, গীতা পাঠ করেন প্রত্যয় স্কুলের শিক্ষক প্রীতিভূষন চক্রবর্তী।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে হবে। সন্তান প্রতিবন্ধী হয় অনেক সময় প্রসবকালীন অসর্তকতার কারণে। তাই নিরাপদ প্রসব, নিরাপদ শিশু নিশ্চিত করতে মাকে সচেতন হতে হবে। তাহলে সফল হওয়া যাবে।

পরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ওয়াকার বিতরণ করা হয়। প্রত্যয় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।