শিরোনাম

বগুড়া, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খান্দার পৌর এলাকার তিনমাথায় জেলা বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরুর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর শ্রী পরিমল চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরীফ মিঠু, ফারুকুল ইসলাম ফারুক,মাহবুব হাসান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, লিমন, রাশেদুজ্জামান পিয়াস, সাদ্দাম হোসেন, মেহেদীসহ সাধারণ মানুষ ও মুসল্লিরা।