শিরোনাম

রাঙ্গামাটি, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙ্গামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ২৯৯ নম্বর রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকে দীপেন দেওয়ানের উদ্যোগে এই বিশেষ প্রার্থনা করা হয়।
প্রার্থনার সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রভেট বড়ুয়াসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রার্থনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।